Logo

ক্যাম্পাস

কুবি আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টে সেরাদের সেরা যারা

Icon

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ২২:১৪

কুবি আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টে সেরাদের সেরা যারা

ফাইনাল ম্যাচের টানটান উত্তেজনা, করতালি আর জয়োল্লাসের মধ্য দিয়ে পর্দা নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট ২০২৬–এর। প্রতিযোগিতার শেষ দিনে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ছেলেদের বিভাগে ম্যাচসেরা নির্বাচিত হন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী অমিত কুমার রায়। পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক নৈপুণ্যের জন্য টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার পান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সৌরভ সিদ্দিকী। মেয়েদের বিভাগে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলা বিভাগের ইশরাত ইশু।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ২টায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ছেলেদের বিভাগে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগকে ২–০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় লোক প্রশাসন বিভাগ। অন্যদিকে মেয়েদের বিভাগে প্রত্নতত্ত্ব বিভাগকে ২–০ সেটে হারিয়ে টানা তৃতীয়বারের মতো শিরোপা নিজেদের করে নেয় বাংলা বিভাগ।

ম্যাচসেরা খেলোয়াড় অমিত কুমার রায় বলেন, “প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে ফাইনাল ম্যাচ খেলার। আমি ফাইনাল খেলেছি, ম্যাচসেরা হয়েছি এটা আমার জন্য সত্যিই গর্বের।”

টুর্নামেন্ট সেরা খেলোয়াড় ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সৌরভ সিদ্দিকী বলেন, “প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হওয়াটা আমার জন্য অনেক বড় ব্যাপার। এই সম্মান শুধু আমার একার নয়, আমাদের পুরো দলের। আমার সতীর্থদের ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। তাদের সমর্থন ও কঠোর পরিশ্রমের কারণেই আমরা ফাইনাল পর্যন্ত যেতে পেরেছি। আমাদের টিমকে সবসময় অনুপ্রেরণা দেওয়ার জন্য আমি বিশেষভাবে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

মেয়েদের ম্যাচসেরা খেলোয়াড় ইশরাত ইশু বলেন, “খুবই ভালো লাগছে। আমরা বাংলা বিভাগ টানা তিনবার চ্যাম্পিয়ন হয়েছি। গত দুইবারের মতো এবারও ‘প্লেয়ার অব দ্য ফাইনাল’ হতে পেরেছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।”

কয়েকদিনব্যাপী এই প্রতিযোগিতা কেবল জয়-পরাজয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং দলগত চেতনা, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্যের এক সুন্দর উদাহরণ তৈরি করেছে। শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত এই আয়োজন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা যোগ করেছে।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর