Logo

ক্যাম্পাস

কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১৬:৪৯

কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ জনি আলম। ২১ জানুয়ারি (বুধবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. জিয়া উদ্দিন এর দায়িত্বের মেয়াদ পূর্ণ হওয়ায় সেই পদে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জনি আলমকে প্রভোস্ট হিসেবে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়।

এ বিষয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রভোস্ট মো. জনি আলম বলেন, 'শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ আবাসিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করব। সবার সহযোগিতায় হলের সমস্যা ও সংকটগুলো চিহ্নিত করে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে এবং শিক্ষার্থীরা ন্যায্য যেকোনো প্রয়োজনে আমাকে পাশে পাবে। আমি চেষ্টা করব যেন হলের শিক্ষার্থীরা একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে তাদের শিক্ষাজীবন এগিয়ে নিতে পারে।'

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জানুয়ারি সহযোগী অধ্যাপক মো. জিয়া উদ্দিন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে ২ বছরের জন্য প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

নুরুল হাকিম বাপ্পী/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর