পবিপ্রবি সাংবাদিক সমিতির সহযোগী সদস্য পদে নতুন মনোনয়ন
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১৮:৫৯
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (পবিপ্রবিসাস) সহযোগী সদস্য হিসেবে সাতজন শিক্ষানবিশ সাংবাদিককে মনোনয়ন দেওয়া হয়েছে। গত ২০ জানুয়ারি (মঙ্গলবার) পবিপ্রবিসাসের সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনে কর্মরত বর্তমান কমিটির সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এ মনোনয়ন প্রদান করা হয়। মনোনীত সদস্যদের সাংবাদিকতার প্রতি আগ্রহ, একাগ্রতা, কর্মদক্ষতা, নিয়মতান্ত্রিকতা এবং সংগঠনের প্রতি দায়বদ্ধতা মূল্যায়ন করেই তাদের সহযোগী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।
নবনিযুক্ত সহযোগী সদস্যরা হলেন— দৈনিক দেশচিত্রের মো. ছফিউল্লাহ, ইনসাইট ঢাকার মেহেদী হাসান সাগর, পাবলিকিয়ান টুডের মাসুদা আক্তার রিফা, দৈনিক দেশের কথার রিয়াজুল ইসলাম, বিডি টাইমসের মোছা. নাফিসা ইয়াসমিন, দৈনিক আজকের সত্য প্রকাশের আল রাফিউজ্জামান এবং দৈনিক দেশ নিউজ বিডির জিসান আহমেদ টিপু।
এ বিষয়ে পবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাব্বির হোসেন বলেন, ‘সহযোগী সদস্য মনোনয়নটি সম্পূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং সংগঠনে কর্মরত বর্তমান কমিটির সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে দেওয়া হয়েছে। মনোনীতরা তাদের কর্মদক্ষতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে প্রমাণ করেছে যে তারা এই মনোনয়নের যোগ্য।’
তিনি আরো বলেন, ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষ থেকে আমরা নবনিযুক্ত সহযোগী সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং আশা করি, ভবিষ্যতে তারা নৈতিক ও পেশাদার সাংবাদিকতা চর্চার মাধ্যমে ক্যাম্পাস সাংবাদিকতার মানোন্নয়নসহ সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রেখে সামনে এগিয়ে যাবে।’
এসএসকে/

