Logo

ক্যাম্পাস

জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০৮:১১

জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য ঘোষিত বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রথম তালিকায় ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মোট ৮ হাজার ৩৩০ জন শিক্ষার্থীর নাম রয়েছে। এ ছাড়া দ্বিতীয় তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন আরও ১ হাজার ৯৮৯ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশেষ বৃত্তির অর্থ দুই কিস্তিতে দেওয়া হবে। প্রথম কিস্তি দেওয়া হবে ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়কালের জন্য। এ কিস্তিতে ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বৃত্তি পাবেন। দ্বিতীয় কিস্তি দেওয়া হবে ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন সময়কালের জন্য। এ পর্যায়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাও বৃত্তির আওতায় আসবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম বলেন, অর্থ ছাড় হলেই শিক্ষার্থীরা বিশেষ বৃত্তির টাকা পাবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহযোগিতাও পাওয়া গেছে। খুব শিগগিরই অর্থ ছাড় হবে বলে আমরা আশাবাদী।

তিনি আরও জানান, বিশেষ বৃত্তির তালিকা থেকে প্রায় ৩০০ জনের বেশি শিক্ষার্থী বাদ পড়েছেন। তাঁদের বিরুদ্ধে পরীক্ষায় নকলসহ বিভিন্ন ধরনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। এ ছাড়া কোটায় ভর্তি হওয়া শিক্ষার্থী এবং খুব কম সিজিপিএধারী শিক্ষার্থীরাও তালিকা থেকে বাদ পড়েছেন।

জেএন/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর