Logo

ক্যাম্পাস

গোবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে স্বরস্বতী পূজা উদযাপন

Icon

গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১৬:২৫

গোবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে স্বরস্বতী পূজা উদযাপন

শিক্ষা, জ্ঞান ও বিদ্যার দেবী স্বরস্বতীর পূজা উপলক্ষে উৎসবের আমেজে সেজেছে গোপালগঞ্জ  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ক্যাম্পাস। শুক্রবার সকাল থেকেই ক্যাম্পাসের বিভিন্ন স্থানে রঙিন আলোকসজ্জা, ফুল ও ব্যানারে সজ্জিত পূজা মণ্ডপগুলোতে দেখা গেছে ভক্তদের উপচে পড়া ভিড়।

জানা যায়, প্রতি বছর শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বিদ্যা, কলা ও সংগীতের দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়। দেবীর আহ্বানের মাধ্যমে পূজা শুরু হয়ে পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে তা শেষ হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে পূজা শুরু হয়। এ বছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরসহ মোট ১৮ টি বিভাগের পৃথক মণ্ডপে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের গড়ে তোলা মণ্ডপগুলোতে শঙ্খধ্বনি, উলুধ্বনি আর মন্ত্রোচ্চারণে মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস। শিক্ষার্থীরা সাদা-হলুদ শাড়ি ও পাঞ্জাবি পরে দেবীর আরাধনায় অংশ নিচ্ছেন। বিশেষ করে নতুন শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো।

পূজা উদযাপন কমিটির সদস্যরা জানান, শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা সম্পন্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। সার্বিক সহযোগিতায় আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা।

কমিটি আরও জানায়, দুপুরে অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পূজার মূল আনুষ্ঠানিকতা শেষ হবে। পরবর্তীতে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় আরতির মধ্য দিয়ে শেষ হবে দিনব্যাপী এই আয়োজন।

এ বিষয়ে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের পূজা উৎযাপন কমিটির দায়িত্বশীল অর্ণব দে বলেন, ‘সরস্বতী পূজা আমাদের কাছে শুধু ধর্মীয় আচার নয়, বরং জ্ঞান ও সৃজনশীলতার প্রতি শ্রদ্ধা জানানোর একটি মাধ্যম। পাশাপাশি সিনিয়র-জুনিয়র সবার উপস্থিতিতে সম্পর্কের হৃদ্যতা গড়ে উঠেছে। ক্যাম্পাসে এমন উৎসব সত্যিই আনন্দের।’

রাসেল/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গোবিপ্রবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর