Logo

ক্যাম্পাস

নজরুল বিশ্ববিদ্যালয়ে ১২ মণ্ডপে সরস্বতী পূজা উদযাপন

Icon

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১৮:০৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে ১২ মণ্ডপে সরস্বতী পূজা উদযাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির ও বিভিন্ন বিভাগের ১২টি মণ্ডপে এ পূজা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের পাশাপাশি ব্যবসায় প্রশাসন অনুষদের চারটি বিভাগ (ব্যবস্থাপনা, মানবসম্পদ ব্যবস্থাপনা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, হিসাববিজ্ঞান), সমাজবিজ্ঞান অনুষদের চারটি বিভাগ (সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, অর্থনীতি, পপুলেশন সায়েন্স), সংগীত, নাট্যকলা এবং বিজ্ঞান অনুষদের উদ্যোগে পৃথকভাবে পূজার আয়োজন করা হয়।

পূজাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও মন্দির প্রাঙ্গণ রঙিন ফুল, আলোকসজ্জা ও আল্পনায় সাজানো হয়।

শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পূজা শেষে প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মনন ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।

মো. সাইফুল ইসলাম/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর