Logo

ক্যাম্পাস

পবিপ্রবিতে নানা আয়োজনে সরস্বতী পূজা উদযাপন

Icon

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১৯:৫৩

পবিপ্রবিতে নানা আয়োজনে সরস্বতী পূজা উদযাপন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী সরস্বতী পূজা নানা আয়োজনে উদযাপিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. গোপাল সাহা, ইকোনোমিক্স অ্যান্ড সোসিওলজি বিভাগের অধ্যাপক ড. অনুপ কুমার মণ্ডল এবং ফিজিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. অলি রায় চৌধুরী। এছাড়া ‘সরস্বতী পূজা উদযাপন কমিটি–২০২৬’ এর আহ্বায়ক অধ্যাপক সুজন কান্তি মালি, সদস্য সচিব রিপন কুমার শীল, সনাতন সংঘের সভাপতি প্রত্যুষ রায় হৃদয় ও সাধারণ সম্পাদক জয় চন্দ্র বর্মনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

কর্মসূচি অনুযায়ী সকাল ৮টায় প্রতিমা স্থাপন ও পূজা আরাধনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। অতিথিদের উপস্থিতিতে সংক্ষিপ্ত আলোচনা শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের আয়োজন শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরস্বতী পূজার মতো ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন শিক্ষাঙ্গনে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এ আয়োজনের জন্য সংশ্লিষ্ট কমিটিকে ধন্যবাদ জানান।’

তিনি আরও বলেন, ‘ক্যাম্পাসে বিদ্যমান মন্দিরকে পাকা করার পাশাপাশি দেয়াল নির্মাণের কাজ চলমান রয়েছে, যা একটি ইতিবাচক উদ্যোগ। বিদ্যার দেবী সরস্বতীর কাছে তিনি শিক্ষার্থীদের জ্ঞান, প্রজ্ঞা ও সঠিক পথে চলার কামনা করেন এবং আয়োজনে সম্পৃক্ত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’

অনুষ্ঠান চলাকালে ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সরস্বতী পূজার আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষা প্রতিষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর