পবিপ্রবি ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান হলেন প্রফেসর জাহাঙ্গীর
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১৫:৫৮
আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬, ১৬:৫৭
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের নতুন চেয়ারম্যান নিয়োগ পান প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
গত ১৮ জানুয়ারি ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে প্রফেসর ড. মো. হাবিবুর রহমান (রেজিস্ট্রার (অ.দা.) স্বাক্ষরিত একটি নোটিশে জানানো হয় যে, বর্তমান চেয়ারম্যান প্রফেসর ড. মো. মোয়াজ্জেম হোসেনের মেয়াদ শেষ হওয়ায় উক্ত বিভাগের অপর জ্যেষ্ঠ শিক্ষক প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমকে উক্ত বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ২৩ জানুয়ারি অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৫০তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার ১১.৩ নং সিদ্ধান্ত অনুযায়ী যোগদানের তারিখ হতে পরবর্তী ৩ (তিন) বছরের জন্য উক্ত বিভাগের চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।
তিনি পবিপ্রবি এর প্রচলিত আইন ও সংবিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। একই সাথে দায়িত্ব পালন করার জন্য প্রফেসর ড. মো. মোয়াজ্জেম হোসেনকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
মুশতাক আহমেদ/এসএসকে/

