Logo

ক্যাম্পাস

সিটিজেন জার্নালিজম সমাজে অন্যায় দূর করতে পারে : শামসুল আলম লিটন

Icon

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০০:৪৩

সিটিজেন জার্নালিজম সমাজে অন্যায় দূর করতে পারে : শামসুল আলম লিটন

ছবি: সংগৃহীত

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটন বলেছেন, ডিজিটাল প্ল্যাটফর্মে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ইতিবাচক হলেও সত্যনিষ্ঠ সাংবাদিকতার চর্চা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার জন্য সত্যনিষ্ঠ সংবাদিকতার বিকল্প নেই। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তরুণরাই সমাজ ও দেশ থেকে অন্যায় ও অবিচার দূর করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারে।

শনিবার (২৫ জানুয়ারি) আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত হয়। দিনটি উপলক্ষে ক্যাম্পাসে সেমিনার, বিশেষ অ্যাওয়ার্ড প্রদান, কেক কাটা এবং আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, সিটিজেন জার্নালিজম একটি শক্তিশালী মাধ্যম হলেও এর সঙ্গে দায়িত্বশীলতা ও নৈতিকতার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। তথ্য যাচাই ছাড়া যেকোনো সংবাদ প্রচার সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

কী-নোট বক্তা যমুনা টেলিভিশনের পলিটিকাল এডিটর আলমগীর স্বপন বলেন, সিটিজেন জার্নালিজম মূলধারার সাংবাদিকতার পরিপূরক শক্তি হিসেবে কাজ করতে পারে, যদি তা সঠিকভাবে ব্যবহৃত হয়।

সিনিয়র সাংবাদিক ও চ্যানেল আই গ্রুপের ম্যাগাজিন আনন্দধারা সম্পাদক রেজানুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রতিটি তথ্যই সংবাদ নয়; যাচাই-বাছাইয়ের মাধ্যমে তথ্যকে বিশ্বাসযোগ্য করা জরুরি। ডেইলি টাইমসের সাংবাদিক জসিম আহমেদ বলেন, সিটিজেন জার্নালিজম প্রান্তিক মানুষের কথা তুলে ধরার সুযোগ সৃষ্টি করে, তবে দায়িত্বহীনতা সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করে।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রধান একাডেমিক উপদেষ্টা অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, রেজিস্ট্রার মোঃ আব্দুল কাইউম সরদার, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর জুবায়ের আহমেদ, প্রভাষক কেয়া বোস ও প্রভাষক ফরহাদ হুসাইন অনুষ্ঠানে বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে ক্যাম্পাসে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে ক্যাম্পাসের সামনের সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর