পবিপ্রবির উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক রুবেল
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১৭:০৩
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. রুবেল মাহমুদ। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের কার্যালয় থেকে গত ২১ জানুয়ারি প্রকাশিত এক অফিস আদেশ অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। আদেশে উল্লেখ করা হয়, তিনি আগামী তিন বছর মেয়াদে (১ মে ২০২৫ থেকে ৩ এপ্রিল ২০২৮ পর্যন্ত) এ দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
অধ্যাপক ড. মো. রুবেল মাহমুদ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি বেলজিয়ামের ঘেন্ট ইউনিভার্সিটি থেকে উচ্চতর মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে চীনের বেইজিংয়ে অবস্থিত ইউনিভার্সিটি অফ চাইনিজ একাডেমি অফ সাইন্স (আইএম-ইউসিএএস) থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার গবেষণার প্রধান ক্ষেত্র উদ্ভিদের রোগপ্রতিরোধ ব্যবস্থা। এ বিষয়ে দেশি ও বিদেশি বিভিন্ন গবেষণা জার্নালে তার একাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর তিনি বিভাগীয় শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও কার্যকরভাবে পরিচালনার কথা জানান।
এসএসকে/

