Logo

ক্যাম্পাস

মেয়েকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়ে মৃত্যুবরণ করলেন বাবা

Icon

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১৮:৪২

মেয়েকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়ে মৃত্যুবরণ করলেন বাবা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে এক পরীক্ষার্থীর বাবার মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত অভিভাবকের নাম আশরাফ আলী (৬১)। তার পৈতৃক নিবাস পঞ্চগড় সদরে। তিনি অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা বলে জানা গেছে।

২৬ জানুয়ারি (সোমবার) দুপুরে মেয়েকে নিয়ে তিনি হাবিপ্রবিতে আসেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবনে মেয়েকে পরীক্ষার হলে পৌঁছে দেওয়ার পর পরীক্ষাকেন্দ্রের সামনে বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ ঘামতে শুরু করেন। তারপর তাকে বিশ্ববিদ্যালয়ের রেড ক্রিসেন্টের ফার্স্ট এইড টিম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যায়। সেখানে তার শারিরীক অবস্থার আরও অবনতি হলে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স এর মাধ্যমে দিনাজপুর মেডিকেল এ নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এরপর বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে পঞ্চগড়  নিয়ে যাওয়া হয়। তার সাথে বিশ্ববিদ্যালয়ের রেড ক্রিসেন্ট সোসাইটির তিনজন সদস্য যান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করেছি। এ পরিস্থিতিতে তার মেয়েকে পরীক্ষার্থী হিসেবে কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না।’

তালহা হাসান/এসএসকে 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর