Logo

ক্যাম্পাস

পবিপ্রবি বিজয় ২৪ হলে কক্ষ না পেয়ে প্রভোস্ট অফিসে তালা

Icon

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ২১:৫০

পবিপ্রবি বিজয় ২৪ হলে কক্ষ না পেয়ে প্রভোস্ট অফিসে তালা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজয় ২৪ হলে দীর্ঘদিন ধরে কক্ষ বরাদ্দ না পাওয়ার প্রতিবাদে প্রভোস্টের কার্যালয়ে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে হলটির ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষের গণরুমে অবস্থানরত শিক্ষার্থীরা এ আন্দোলনে অংশ নেন।

শিক্ষার্থীরা জানান, ২০২৫ সালের জুলাই মাসে তাঁদের আলাদা কক্ষ দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। চার বছরের শিক্ষাজীবনের প্রায় দেড় বছর তাঁরা গণরুমে থাকতে বাধ্য হচ্ছেন। এতে পড়াশোনা ও স্বাভাবিক ছাত্রজীবন ব্যাহত হচ্ছে বলে তাঁদের অভিযোগ।

ঘটনার সময় বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মাসুদুর রহমান, সহকারী প্রভোস্ট মো. ফয়সাল এবং মো. মোতাসিম উপস্থিত ছিলেন।

প্রভোস্ট ড. মাসুদুর রহমান বলেন, হল প্রশাসন শুরু থেকেই কক্ষ সংকট নিরসনে কাজ করে যাচ্ছে। তিনি জানান, সোমবারই শিক্ষার্থীদের জন্য দুটি কক্ষের ব্যবস্থা করা হয়েছে এবং আশা করা হচ্ছে আগামী রবিবারের মধ্যে বাকি শিক্ষার্থীদেরও কক্ষে ওঠার ব্যবস্থা সম্পন্ন হবে।

প্রভোস্টের আশ্বাসের পর শিক্ষার্থীরা তালা খুলে আন্দোলন স্থগিত করেন।

উল্লেখ্য, শুধুমাত্র কক্ষ বরাদ্দ না পাওয়ার দাবিতে শিক্ষার্থীরা এ আন্দোলনে অংশ নিয়েছেন।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর