Logo

ক্যাম্পাস

বিশেষ আয়োজন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের ভাবনা

পর্ব-১ : কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Icon

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ২০:৫০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের ভাবনা

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জাতীয় নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের আগ্রহ ও ভাবনা বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। ভোটের পরিবেশ, রাজনৈতিক দলগুলোর ভূমিকা, সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের প্রত্যাশা, সব মিলিয়ে কী ভাবছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা– তুলে ধরেছেন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. সাইফুল ইসলাম।


ভোট বঞ্চিত তারুণ্য জীবনের প্রথম ভোট দিক

আওয়ামী ফ্যাসিবাদমুক্ত দেশে বর্তমান রাজনৈতিক অবস্থা বেশ সহনশীলতার দিকে। রাজনৈতিক বক্তব্যে রেষারেষি থাকলেও জাতীয় বিষয়ে সকলের যে ঐক্য তা আমাদের প্রজন্ম হয়তো প্রথম দেখছে। বিদ্যমান দলগুলোর সংস্কৃতি ব্যক্তিগতভাবে ভাল লাগে না; তৃণমূল থেকে শুরু করে সবখানে রাজনীতি মানেই আধিপত্য বিস্তার, ক্ষমতার অপব্যবহার। দেশের চলমান এবং বিগত সময়ে ঘটে যাওয়া ঘটনা দেখে মনে হয় নির্বাচন পুরোপুরি সুষ্ঠু হবার সম্ভাবনা খুবই কম। তবুও চাওয়া সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজিত হোক; ভোট বঞ্চিত তারুণ্য জীবনের প্রথম ভোট দিক। গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পর নতুন সরকারের কাছে চাওয়া নতুন ধারায়, নতুন চিন্তায় দেশটাকে গুছিয়ে তুলুক। জনসাধারণের বিশেষ করে তারুণ্যের মনোবাসনা ও ভাবনা বুঝে সুস্থ স্বাভাবিক রাজনৈতিক সংস্কৃতির যাত্রা শুরু হোক। 

ইস্রাফিল আকন্দ রুদ্র 

শিক্ষার্থী, লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ,

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।


বাক-স্বাধীনতাসম্পন্ন রাজনৈতিক পরিবেশ চাই

আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় নির্বাচন দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একজন তরুণ ভোটার হিসেবে বিগত দিনের একতরফা নির্বাচনের পরিবর্তে একটি সংঘাতমুক্ত, মেধাভিত্তিক ও বাক-স্বাধীনতাসম্পন্ন রাজনৈতিক পরিবেশের প্রত্যাশা ব্যক্ত করি। দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও পতিত স্বৈরাচারী শক্তির ষড়যন্ত্র ও সম্ভাব্য সহিংসতা মোকাবিলা করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।

রাজনৈতিক সমীকরণে তৃণমূলের শক্ত অবস্থান এবং  জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কারণে আমার কাছে বিএনপি এগিয়ে থাকবে। তবে জামায়াত নেতৃত্বাধীন জোট যথেষ্ট ভালো অবস্থানে থাকলেও সরকার গঠনের লড়াইয়ে তারা কতটা সফল হবে তা নিয়ে সংশয় রয়েছে।

পরিশেষে, নতুন সরকারের কাছে আমার প্রত্যাশা থাকবে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া এবং মেধা ও সাম্যের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার দৃঢ় সংকল্প করা।

মো. মেহেদী হাসান রনি

শিক্ষার্থী, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ,

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। 


শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন হোক

‘২৪ এর জুলাই আন্দোলনে বাংলাদেশের ছাত্ররা প্রমাণ করেছে, তারা কেবল শ্রেণিকক্ষের শিক্ষার্থী নয়, বরং তারা দেশ গড়ার কারিগরও। তৎকালীন সময়ের লেজুড়ভিত্তিক ও ক্ষমতার রাজনীতির বদলে তরুণ প্রজন্ম এখন দেখতে চায়  নীতিভিত্তিক রাজনীতি। তবে প্রশ্ন,  নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে? একটি শক্তিশালী মেরুদণ্ড সম্পন্ন নির্বাচন কমিশনই হলো সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত। নতুন সরকারের কাছে তরুণ প্রজন্মের প্রত্যাশা থাকবে সকল ক্ষেত্রে মেধাভিত্তিক মূল্যায়ন হোক, শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন হোক অথবা সবার মধ্যে বাক-স্বাধীনতা নিশ্চিত হোক। নতুন সরকার সবকিছু নতুনভাবে নতুন উদ্যমে শুরু করবে, এটাই প্রত্যাশা।

গোলাম রাসূল ইকরা 

শিক্ষার্থী, আইন ও বিচার বিভাগ,

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। 


দুর্নীতিমুক্ত ও সম্ভাবনাময় বাংলাদেশ দেখতে চাই

দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে। নবগঠিত জাতীয় নাগরিক পার্টি থেকে জ্যেষ্ঠ্য যুগ্মসদস্য সচিবসহ কয়েকজনের পদত্যাগ এবং দলটির জামাতের সাথে জোট গঠন নিয়ে চলমান আলোচনা জনমনে দলটি নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। জনপ্রিয়তা এবং জনবলের দিক থেকে অনেকেই বিএনপিকে এগিয়ে রাখছেন। তবে, নিজ দলের নেতাকর্মীদের মাঝেই সমালোচিত হচ্ছে বিএনপির মনোনয়ন। স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অনেকে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন। সবশেষে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যায়। জনগণ একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছে। জুলাই পরবর্তী সময়ে নতুন উদ্যম ও স্পৃহা জনগণকে নিজ অধিকার সম্পর্কে সচেতন করে তুলেছে। নতুন প্রজন্ম একটি আধিপত্যহীন, দুর্নীতিমুক্ত ও সম্ভাবনাময় বাংলাদেশ দেখতে চায়। একটি ইনসাফের দেশ চায়।

তাহমিনা আক্তার মীম

শিক্ষার্থী, লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ,

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। 


প্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশের প্রত্যাশা

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বেশ সংকটাপন্ন, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বিদ্যমান রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আস্থার অভাব, দল হতে পদত্যাগ ও বহিষ্কারের ঘটনাগুলো সেই উদ্বেগ আরও বাড়িয়েছে। এ প্রেক্ষাপটে শিক্ষার্থীরা এখন গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে কাঠামোগত সংস্কার, সুশাসন ও জবাবদিহিমূলক রাজনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছে। কোন দল এগিয়ে থাকবে তা নির্বাচনের আগে বলা কঠিন। তবে, যে দল কর্মসংস্থান, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, সংস্কার ও দুর্নীতিমুক্ত প্রশাসনের স্পষ্ট রূপরেখা দেবে, তারাই শিক্ষার্থীদের সমর্থন পাবে। নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় থাকলেও নিরপেক্ষ নির্বাচন কমিশন ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত হলে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। আসন্ন সরকারের কাছে প্রত্যাশা- ন্যায়ভিত্তিক রাষ্ট্র, মতপ্রকাশের স্বাধীনতা ও প্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশ।

সামিয়া সুলতানা সাবনম

শিক্ষার্থী, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ, 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। 

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর