Logo

ক্যাম্পাস

কুবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার, আসন প্রতি লড়বে ১৫৪ জন

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১৭:২৮

কুবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার, আসন প্রতি লড়বে ১৫৪ জন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। এবার আসন প্রতি লড়বে ১৫৪ জন শিক্ষার্থী।  

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল বেলা ১১ টায় অনুষ্ঠিত হবে এবং শেষ হবে ১২ টায়।

আরও জানা যায়, ‘এ’ ইউনিটে মোট ৩০০টি আসনের বিপরীতে এ বছর ৪৬ হাজার ২৪৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগী ১৫৪ জন।

প্রসঙ্গত, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি সকাল ১১টায়  এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা একই দিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর