জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার, আসন প্রতি লড়বেন ১০২ শিক্ষার্থী
জবি প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ২০:৪২
ছবি : বাংলাদেশের খবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ৭৮৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭৯ হাজার ৮০৭ জন শিক্ষার্থী। প্রতি আসনের জন্য প্রতিযোগী ১০২ জন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন খ্রীষ্টিন রিচার্ডসন এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘৭৮৫ আসনের বিপরীতে ৭৯ হাজার ৮০৭ জন আবেদন করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকার মধ্যে আরও ৯টি কেন্দ্র এবং ঢাকার বাইরে ৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
ডিন আরও জানান, ঢাকায় ‘বি’ ইউনিটের পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, কে এল জুবলি হাই স্কুল এন্ড কলেজ, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এবং তিনটি আঞ্চলিক কেন্দ্র— রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, যেসব শিক্ষার্থী বিভিন্ন কারণে এডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি, তাদের পরীক্ষা গ্রহণের জন্য সব কেন্দ্রকে নির্দেশনা দেওয়া হয়েছে। নামের তালিকা যাচাই করে তাদের পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষার খাতাগুলো আলাদা খামে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ৫ নভেম্বর প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে ‘বি’ ইউনিট-এর ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল। তবে সরস্বতী পূজার কারণে ১৬ নভেম্বর ভর্তি কমিটির সিদ্ধান্তে পরীক্ষা পেছানো হয়। এরপর ৩০ জানুয়ারি পুনরায় তারিখ নির্ধারণ করা হয়।
এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১০০ মার্কে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৭২ মার্ক এমসিকিউ এবং বাকি ১৮ মার্ক থাকবে এসএসসি (সমমান) ও এইচএসসি (সমমান) ফলাফলে। পরীক্ষায় ইংরেজি, বাংলা ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন অন্তর্ভুক্ত থাকবে।
জান্নাতুন নাইম/এমবি

