শুরু হচ্ছে এনডিইউবি ক্রিকেট লীগ : শিরোপায় চোখ ইংলিশ ঈগলসের
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১২:১৬
নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (এনডিইউবি) নিজস্ব মাঠে আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ‘এনডিইউবি ক্রিকেট লীগ ২০২৬’। ২০১৭ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম জনপ্রিয় বার্ষিক ক্রীড়া উৎসবে পরিণত হয়েছে। এবারের আসরে ইংরেজি (ইংলিশ), বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সিএসই এবং ল— এই চারটি বিভাগ অংশ নিচ্ছে।
টুর্নামেন্টকে ঘিরে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। আগামীকাল থেকে গ্রুপ পর্বের খেলা শুরু হয়ে আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনালের মাধ্যমে পর্দা নামবে এই আসরের। আয়োজক কমিটির সহ-সমন্বয়ক সামি চিশতী বলেন, ‘এই টুর্নামেন্ট আমাদের বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য। সুস্থ প্রতিযোগিতা ও আনন্দ ভাগাভাগিই আমাদের মূল লক্ষ্য।’
এবারের আসরে অন্যতম ফেবারিট হিসেবে মাঠে নামছে পাঁচবারের ফাইনালিস্ট ও তিনবারের চ্যাম্পিয়ন দল ‘ইংলিশ ঈগলস’। আকাশী-সাদা জার্সির এই দলটির টাইটেল স্পন্সর হিসেবে আছে ফ্যান্টাসি কিংডম। দলটির মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে লন্ডনভিত্তিক জনপ্রিয় স্পোর্টস অনলাইন পোর্টাল ‘আল্টিমেট স্পোর্টস’। এছাড়া কো-স্পন্সর হিসেবে রয়েছে রাসটেক, ফয়সাল এন্টারপ্রাইজ ও সুফিয়ান এগ্রো।
সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া ইংলিশ ঈগলসের অধিনায়ক সাইফুর রহমান শিবলী বলেন, ‘ফেয়ার প্লে এবং স্পোর্টসম্যানশিপের জন্য আমাদের দল সবসময় সমাদৃত। বিগত বছরগুলোর সাফল্যই এবার আমাদের ভালো খেলার মূল অনুপ্রেরণা।’
টি-টেন ফরম্যাটের এই লিগটি দেখতে প্রতি বছরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং নটর ডেম কলেজের ছাত্রদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এবারও খেলোয়াড় ও দর্শকদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে।
এমডিএ/এমএইচএস

