Logo

ক্যাম্পাস

শেষ হলো জবির ভর্তি পরীক্ষা, ক্লাস শুরু ১৯ এপ্রিল

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১৯:২৫

শেষ হলো জবির ভর্তি পরীক্ষা, ক্লাস শুরু ১৯ এপ্রিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বি ইউনিটের (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাংলাদেশের খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বি ইউনিটের (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে জবির চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কার্যক্রম শেষ হলো।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সারাদেশে কয়েকটি আঞ্চলিক কেন্দ্রে একযোগে এ পরীক্ষা সম্পন্ন হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জবি ক্যাম্পাস ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, কে এল জুবিলি হাই স্কুল অ্যান্ড কলেজ, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, ঢাকা মহানগর মহিলা কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ ও সিদ্ধেশ্বরী গার্লস কলেজে পরীক্ষা নেওয়া হয়।

এছাড়া ঢাকার বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ তিনটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সব মিলিয়ে মোট ১৩টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা নেওয়া হয়।

চলতি বছর বি ইউনিটে কলা ও আইন অনুষদের ৭৮৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭৯ হাজার ৮০৮ জন শিক্ষার্থী। সব কেন্দ্রের উপস্থিতির সংখ্যা ও উপস্থিতির হার পাওয়া গেলে তা পরে জানানো হবে।

পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিয়েছে। কারো পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ আসেনি। ফল প্রকাশের বিষয়ে তিনি বলেন, আগামী ২ ফেব্রুয়ারি বি ইউনিটের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, ভর্তি ফল প্রকাশসহ সব প্রক্রিয়া শেষে আগামী ১৯ এপ্রিল প্রথম বর্ষের (২০২৫-২৬) ক্লাস শুরু করতে পারবো বলে আমরা আশাবাদী।

এর আগে গত ১৩ ডিসেম্বর চারুকলা অনুষদের ‘ই’ ইউনিটের মাধ্যমে জবির ভর্তি পরীক্ষা শুরু হয়। এই ইউনিটে ৬০টি আসনের বিপরীতে ১ হাজার ২৫১টি আবেদন পড়ে। পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৮ জন। যা ৮০ দশমিক ৫৮ শতাংশ।

গত ২৬ ডিসেম্বর বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ‘এ’ ইউনিটে ৮৬০টি আসনের বিপরীতে ৭২ হাজার ৪৭৪টি আবেদন পড়ে। পরীক্ষায় অংশ নেন ৬৬ হাজার ৬৩০ জন, যা ৯১ দশমিক ৯৪ শতাংশ। গত ৫ জানুয়ারি ফল প্রকাশ করা হয়।

গত ২৭ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদের ‘সি’ ইউনিটে ৫২০টি আসনের বিপরীতে ২০ হাজার ৬৮৬টি আবেদন পড়ে। পরীক্ষায় অংশ নেন ১৮ হাজার ৬৩০ জন। যা ৯০ দশমিক ০৬ শতাংশ। গত ৬ জানুয়ারি ফল প্রকাশ করা হয়।

গত ৯ জানুয়ারি সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটে ৬১০টি আসনের বিপরীতে ৯টি কেন্দ্রে ২৫ হাজার ৮২৬টি আবেদন পড়ে। পরীক্ষায় অংশ নেন ২২ হাজার ৪৩৮ জন। যা ৮৬ দশমিক ৮৮ শতাংশ। গত ১১ জানুয়ারি ফল প্রকাশ করা হয়।

জান্নাতুন নাইম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর