Logo

ক্যাম্পাস

ভর্তি পরীক্ষায় দেরিতে উপস্থিত হওয়ায় ১১ পরীক্ষার্থীর স্বপ্নভঙ্গ

Icon

‎কুবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১৯:৩৩

ভর্তি পরীক্ষায় দেরিতে উপস্থিত হওয়ায় ১১ পরীক্ষার্থীর স্বপ্নভঙ্গ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় তিন কেন্দ্রে দেরিতে আসায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি ১১ জন শিক্ষার্থী। ‎শুক্রবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত কুবি  ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ঘটনাটি ঘটে। 

‎জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ জন, ক্যান্টনমেন্ট বোর্ড কলেজে ৫ জন এবং কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ১ জন দেরি করে আসায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। ‎

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারা গৌরব নামের এক পরীক্ষার্থী বলেন, ‘উনারা বলতেছে নির্দেশনা আছে দেরি করে আসলে ঢুকতে না দিতে। কিন্তু আমি ঢাকা থেকে এসেছি রাস্তায় অনেক জ্যাম ছিল, উনাদের এটা বিবেচনা করা উচিত। এতদূর থেকে এসেছি পরীক্ষা না দিতে পেরে খুব খারাপ লাগছে।’

বাপ্পী/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর