পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের উদ্যোগে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘হ য ব র ল ২.০’।
২৮ জানুয়ারি (বুধবার) পবিপ্রবি ক্যাম্পাসের টিএসসি চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে অনুষদের সকল শিক্ষক ও শিক্ষিকা মহোদয়ের উপস্থিতিতে কেক কাটা ও সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের শিক্ষার্থীদের সংগঠন ‘দুর্বার ১০’-এর আয়োজনে প্রথমবারের মতো ‘হ য ব র ল’ অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চাকে আরও উৎসাহিত করতে পুনরায় আয়োজন করা হয় ‘হ য ব র ল ২.০’।
অনুষ্ঠানে অনুষদের শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা আবৃত্তি, নাটক ও অভিনয়ের মাধ্যমে তাদের প্রতিভা তুলে ধরেন। এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে পরিবেশন করে পটুয়াখালীর জনপ্রিয় ব্যান্ড ‘জরুরি’, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে। পুরো আয়োজনটি স্মৃতির পাতায় ধরে রাখতে সার্বক্ষণিকভাবে উপস্থিত ছিল ফটোগ্রাফি টিম ‘চিত্রাঙ্কন’।
উল্লেখ্য, শিক্ষক-শিক্ষার্থী ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
প্রীতম/এসএসকে/

