কুবিতে বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার, আসনপ্রতি লড়াই ৯৬ ও ৬৪ জনের
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ২০:২৯
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে কলা, মানবিক ও সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিট এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। এ বছর আসনপ্রতি ‘বি’ ইউনিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন গড়ে ৯৬ জন এবং ‘সি’ ইউনিটে ৬৪ জন শিক্ষার্থী।
জানা গেছে, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার সকাল ১১টায় ১৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। একই দিন বিকাল ৩টায় ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কলা, মানবিক ও সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে মোট ৩৯০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৭ হাজার ৬১৪ জন শিক্ষার্থী। এতে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা দাঁড়িয়েছে গড়ে ৯৬ জন।
অন্যদিকে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ২০০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১২ হাজার ৮৩০ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনে লড়ছেন গড়ে ৬৪ জন শিক্ষার্থী।

