বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা সম্পন্ন
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ২১:৫৫
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনি ও রোববার (৩০ ও ৩১ জানুয়ারি) প্রতিদিন দুইটি শিফটে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ৪টি অনুষদের অধীনে ৫টি প্রোগ্রামে মোট ২০০টি আসনের বিপরীতে ২৩,১৩৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ফলে প্রতিটি আসনের বিপরীতে গড়ে ১১৬ জন পরীক্ষার্থী ভর্তির লড়াইয়ে অংশ নিচ্ছেন।
শিক্ষার্থীদের সুবিধার্থে এবার ঢাকা ছাড়াও চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুরে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আখতার হোসেন পরীক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শন করে সার্বিক কার্যক্রম তদারকি করেন।
কর্তৃপক্ষ জানায়, সকল কেন্দ্রে প্রয়োজনীয় প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা থাকায় অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
এমপি/এমএইচএস

