Logo

রাজধানী

মুক্তিযুদ্ধ জাদুঘরের আগুন নিয়ন্ত্রণে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৩:৫২

মুক্তিযুদ্ধ জাদুঘরের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১০ মার্চ) সকালে জাদুঘরটিতে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার বাংলাদেশের খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার সকাল ৯টা ২০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এরপর প্রায় ১০ মিনিটের চেষ্টায় ৯টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ৯টা ৪৬ মিনিটে নির্বাপণ করে ফায়ার সার্ভিস।

তিনি জানান, জাদুঘরের চারতলা ভবনের নিচতলার জেনারেটর কক্ষে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় আনুমানিক ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

ডিআর/এনএমআই/এমআই/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ জাদুঘর আগুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর