Logo

রাজধানী

গ্রেপ্তার দম্পতির দাবি

ধর্ষণ থেকে বাঁচতেই উত্তরখানে উপাধ্যক্ষকে খুন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৩:৫৯

ধর্ষণ থেকে বাঁচতেই উত্তরখানে উপাধ্যক্ষকে খুন

রাজধানীর হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ সাইফুর রহমানকে উত্তরখানে তার নিজ ফ্ল্যাটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক দম্পতিকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দাবি, ধর্ষণের হাত থেকে বাঁচতেই তারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) ফরিদপুর রেলস্টেশন এলাকা থেকে নাজিম হোসেন ও রুপা বেগম ওরফে জান্নাতিকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (১২ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহিদুল ইসলাম জানান, খুনের ২-৩ দিন আগে কমলাপুর রেলস্টেশনে নিহত সাইফুর রহমানের সঙ্গে অভিযুক্ত দম্পতির পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে তিনি তাদের তার ফ্ল্যাটে নিয়ে যান এবং সেখানে আটকে রাখেন।

পুলিশ জানায়, ফ্ল্যাটে আটকের পর সাইফুর রহমান রুপা বেগমকে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন করেন বলে দাবি করেছেন অভিযুক্তরা। নিজেদের রক্ষা করতে এবং ধর্ষণের শঙ্কা থেকে বাঁচতে তারা ক্ষোভে ও রাগে সোমবার রাতে ধারালো বটি দিয়ে তাকে আঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

এর আগে, সোমবার (১০ মার্চ) রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে উত্তরখান থানাধীন পুরানপাড়া বাতান এলাকার একটি ছয়তলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের ছোট ভাই মোহাম্মদ লুৎফর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে উত্তরখান থানায় একটি হত্যা মামলা করেন। তবে পরে পুলিশের তদন্তে অভিযুক্তদের নাম বেরিয়ে আসে।

পুলিশ জানায়, মামলার ১২ ঘণ্টারও কম সময়ে তদন্তের মাধ্যমে রহস্য উদঘাটন করা হয়। গোয়েন্দা ও প্রযুক্তিগত সহায়তায় ফরিদপুর রেলস্টেশন এলাকা থেকে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল, একটি চাবির রিং ও একটি ব্যাংকের ভিসা কার্ড উদ্ধার করা হয়েছে।

উত্তরার ডিসি মুহিদুল ইসলাম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। তবে বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।’ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের আদালতে পাঠানো হয়েছে।

এনএমএম/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

উপাধ্যক্ষ খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর