Logo

রাজধানী

ধর্ষণবিরোধী পদযাত্রায় সংঘর্ষ, ১২ জনের নামে মামলা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৭:১৬

ধর্ষণবিরোধী পদযাত্রায় সংঘর্ষ, ১২ জনের নামে মামলা

‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ প্লাটফর্ম সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশ ১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) রমনা থানার ওসি গোলাম ফারুক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিতে যাওয়ার পথে শাহবাগে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় শিক্ষার্থীদের। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা।

পুলিশের পক্ষে রমনা মডেল থানার এসআই আবুল খায়ের এই মামলা দায়ের করেন। মামলা অনুযায়ী, ১২ জনকে পলাতক দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আসামিদের মধ্যে রয়েছেন, অংঅং মারমা (২৫), ইডেন কলেজ শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সুমাইয়া শাহিনা (২৫), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন নেতা আদ্রিতা রায় (২৩), ছাত্র ফেডারেশন নেতা আরমান (৩০), ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু (২৮), ঢাকা মহানগর শাখা ছাত্র ফেডারেশন সভাপতি আল আমিন রহমান (২৫), রিচার্ড (২৬), হাসান শিকদার (২৫), সীমা আক্তার (২৫), সৈকত আরিফ (২৬), মাঈন আহাম্মেদ (২৪), ফাহিম আহাম্মদ চৌধুরী (২৫)।

এদিকে, মঙ্গলবার সকালে শাহবাগে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে ৩০টি কলেজের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন। তারা সকাল সাড়ে ১১টায় ছোট ছোট মিছিল নিয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। 

আন্দোলনকারীদের রাজু ভাস্কর্যের সামনে থেকে স্মারকলিপি দিতে যাওয়ার পথে হোটেল ইন্টারকন্টিনেন্টালের কাছে পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষ বাধে।

  • ডিআর/এমজে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ধর্ষণবিরোধী পদযাত্রা সংঘর্ষ মামলা পুলিশ আসামি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর