গণবিজ্ঞপ্তি জারি
ডিএমপির সম্মতি ছাড়া রাস্তা খোঁড়া যাবে না

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৯:৩১
-67d18cba02757.jpg)
ফাইল ছবি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুমতি ছাড়া রাজধানীতে কোনো সংস্থা বা প্রতিষ্ঠান রাস্তা খোঁড়াখুঁড়ি করতে পারবে না। বুধবার (১২ মার্চ) গণবিজ্ঞপ্তি জারি করে ডিএমপি এ নির্দেশনা দিয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সংস্থা বা ঠিকাদারি প্রতিষ্ঠান ইউটিলিটি সার্ভিসের কাজের জন্য প্রায়ই রাস্তা খোঁড়াখুঁড়ি করে, যা মেরামত করতে দীর্ঘ সময় লাগে। অনেক ক্ষেত্রেই যান চলাচলের বিকল্প ব্যবস্থা না করেই রাস্তা খোঁড়া হয়, ফলে রাজধানীতে যানজট বৃদ্ধি পায় ও জনদুর্ভোগ চরমে পৌঁছায়।
নির্দেশনাগুলো হলো
- ডিএমপির অনুমতি ছাড়া রাস্তা খোঁড়াখুঁড়ি নয়।
- সকাল ৬টা থেকে রাত ১০টার মধ্যে রাস্তা খোঁড়াখুঁড়ি করা যাবে না।
- খোঁড়াখুঁড়ির সময় ট্র্যাফিক সিগন্যাল, দিকনির্দেশনা ও পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখতে হবে।
- একসঙ্গে রাস্তার দুই পাশ খোঁড়াখুঁড়ি করা যাবে না।
- রাতের বেলা খোঁড়াখুঁড়ি করলে তা সূর্যোদয়ের আগেই চলাচলের উপযোগী করতে হবে।
- সর্বোচ্চ ৭ দিন রাস্তা খোঁড়াখুঁড়ি করা যাবে এবং পরবর্তী ৩ রাতের মধ্যে তা মেরামত করতে হবে।
ডিএমপি জানায়, এসব নিয়ম না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
- ডিআর/এমজে