-67d281191db51.jpg)
রাজধানীর বাড্ডায় ছুরিকাঘাতে আহত যুবক মো. তানভীর (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান। এর আগে বুধবার রাতে বাড্ডা কবরস্থান এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়।
আহত তানভীর মুন্সিগঞ্জ জেলার মুন্সিরহাট উপজেলার সাহাদুল্লাহর ছেলে। তিনি বর্তমানে বাড্ডা কবরস্থান এলাকায় থাকতেন। এছাড়া তিনি কোক কোম্পানির ফ্রিজ সাপ্লাই করার কাজ করতেন।
জানা গেছে, ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় তানভীরকে রাত ১১টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
তানভীরের বাবা সাহাদুল্লাহ জানান, রাত সাড়ে ৯টার দিকে কাজ শেষে বাসায় ফিরেই আবার বাইরে বের হন। কিছুক্ষণের মধ্যে তাকে ওই এলাকার সিনিয়র গ্রুপের শাওন, সিয়াম, মিন্টু, হাবিবসহ ৫-৭ জন যুবক পিঠে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। তারা তার মোবাইল ও ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসে।
তিনি আরও বলেন, ওই এলাকায় সিনিয়র গ্রুপের সদস্যরা প্রায়ই আড্ডা দিতো, যা তানভীর বারবার বারণ করতেন। তার ধারণা, ওই দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা পুলিশ খতিয়ে দেখবে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, তানভীরের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
এআইবি/এমবি