মার্চ ফর গাজা
মেয়র হানিফ ফ্লাইওভারে যানবাহনের তীব্র চাপ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৬:৪৯
-67fa452782452.jpg)
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক মেয়র হানিফ ফ্লাইওভারে যানবাহনের তীব্র চাপ সৃষ্টি হয়েছে। শনিবার দুপুর ২টার পর থেকে ফ্লাইওভারের উত্তরমুখী ও দক্ষিণমুখী উভয় লেনে যান চলাচলে ধীরগতি লক্ষ্য করা যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, কর্মসূচিতে অংশ নিতে হাজার হাজার মানুষ বিভিন্ন স্থান থেকে এসে ফ্লাইওভার হয়ে বিভিন্ন গাড়ি, ট্রাক, পিকআপ ও পায়ে হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাত্রা করে। এতে করে ফ্লাইওভারের সংযোগ সড়ক ও আশপাশের এলাকায় ব্যাপক যানবাহনের চাপ তৈরি হয়।
সমাবেশে অংশ নিতে আসা একজন জানান, গাজায় চলমান মানবিক সংকটের প্রতিবাদ ও সংহতি প্রকাশের জন্য তারা এ কর্মসূচিতে যোগ দিতে এসেছেন।
এ সময় ফিলিস্তিনের পতাকা, প্ল্যাকার্ড, ব্যানার—যেখানে লেখা রয়েছে ‘Stand with Gaza’, ‘Stop Genocide’, ও ‘Free Palestine’ স্লোগান দিতে দিতে অসংখ্য মানুষকে রাজধানীতে প্রবেশ করতে দেখা যায়। অনেকে পরিবারসহ এসে যোগ দিয়েছেন এই মানবিক প্রতিবাদে।
উল্লেখ্য, আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে গণজমায়েত কর্মসূচি ‘মার্চ ফর গাজা’। শনিবার বিকেল ৩টার কিছু পরে এই গণজমায়েত শুরু হয়। গণজমায়েতে বিপুল মানুষের উপস্থিতি দেখা গেছে।
সেখানে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেয় উপস্থিত জনতা। মঞ্চে এই কর্মসূচিতে সংহতি জানানো বিভিন্ন দলের নেতাদের উপস্থিত হতে দেখা গেছে।
এফএটি/বিএইচ