Logo

রাজধানী

রাজধানীতে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে কুপিয়ে হত্যা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৮:২৫

রাজধানীতে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে কুপিয়ে হত্যা

রাজধানীর বংশালে বিপ্লব গাজী নামে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এক সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা, বাসায় থাকা টাকা লুটের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় তার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) মর্গে পাঠায় পুলিশ।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলাদেশের খবরকে বলেন, বাসায় থাকা টাকা লুটের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়- এমনটাই ধারণা করছি আমরা। তবে তদন্ত ছাড়া সঠিক কারণ বলা যাচ্ছে না। 

তিনি বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এরই মধ্যে নিহতের বিপ্লবের ছোট ভাই নয়ন আলী অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন।

জানা গেছে, বংশালের সমাজকল্যাণ গলির ৬০/৯ নম্বর বাসায় থাকতেন বিপ্লব গাজী। অবিবাহিত হওয়ায় ওই বাসায় একাই থাকতে তিনি। তার গ্রামের বাড়ি রাজশাহীর দুর্গাপুরে। বাবা মরহুম সোলায়মান গাজী। নিহতের বাসায় আনুমানিক এক লাখ টাকা ও ল্যাপটপসহ কিছু মূল্যবান সামগ্রী ছিল। দুর্বৃত্তরা তাকে হত্যা করে সেসব নিয়ে গেছে। ঘটনাস্থলে সব কিছু এলোমেলো অবস্থায় পেয়েছে পুলিশ। দুর্বৃত্তদের সঙ্গে তার ধস্তাধস্তির আলামত পাওয়া গেছে। তবে এ ঘটনায় জড়িতরা তার পরিচিত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন তদন্ত সংশ্লিষ্টরা। 

এদিকে এ ঘটনায় হওয়া মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার রাত পৌনে ১০টা থেকে সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে কোনো এক সময় নিহতের মাথা, বুক ও থুতনির নিচে ধারালো অস্ত্রের আঘাত এবং গলায় লুঙ্গি ও মাল্টিপ্লাগের তার পেঁচিয়ে হত্যা করা হয়।  

এনএমএম/বিএইচ 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর