Logo

রাজধানী

রাজধানীতে ইন্টারনেট ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, গুলিতে যুবক আহত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১২:০৫

রাজধানীতে ইন্টারনেট ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, গুলিতে যুবক আহত

রাজধানীতে ইন্টারনেট ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়েছেন রাব্বি নামে এক যুবক। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে মিরপুরের শাহ আলী থানার রাইনখোলা ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

রাব্বির বন্ধুরা জানান, তিনি পেশায় একজন ইন্টারনেট ব্যবসায়ী। একই এলাকার অপর ইন্টারনেট ব্যবসায়ী মিরাজের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ ছিল। ওই বিরোধের জেরেই মঙ্গলবার রাতে রাইনখোলা ঈদগাহ মাঠের পাশে যাওয়ার পথে মিরাজ গ্রুপের একজন রাব্বিকে গুলি করে পালিয়ে যায়। গুলি রাব্বির পিঠের বাঁ পাশে লাগে।

তারা বলেন, ঘটনার পরপরই আমরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, গুলিবিদ্ধ রাব্বিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি শাহ আলী থানাকে জানানো হয়েছে।

  • এনএমএম/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর