তিন দফা দাবিতে ‘সিএইচসিপি’ কর্মীদের অবস্থান কর্মসূচি

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৫:২৮

ছবি : বাংলাদেশের খবর
নয় মাসের বকেয়া বেতন পরিশোধসহ তিন দফা দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে দেশের হাজারো কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) কর্মীরা।
বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টা থেকে রাজধানীর মহাখালীর বিএমআরসি ভবনের সামনে বাংলাদেশ সিএইচসিপি অ্যাসোসিয়েশনের ব্যানারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
মানববন্ধনে সিএইচসিপি কর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে অংশ নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
তাদের দাবি, কমিউনিটি ক্লিনিক হেলথ অ্যাসিস্ট্যান্ট ট্রাস্ট আইন ২০১৮ অনুযায়ী ট্রাস্টের আওতায় সব পদে নিয়োগ স্থায়ী করতে হবে এবং আইনের ২৪(ঙ) ধারা বাস্তবায়ন করে ন্যায্যতা ফিরিয়ে আনতে হবে। একইসঙ্গে দ্রুত বকেয়া বেতন পরিশোধ করতে হবে।
সিএইচসিপি কর্মীরা বলছেন, গত এক দশকেরও বেশি সময় ধরে ২০১১, ২০১৫, ২০১৮ ও ২০২২ সালে ধাপে ধাপে মোট ১৩ হাজার ৯৪৯ জনকে নিয়োগ দেওয়া হয়। অথচ এখনো তাদের চাকরি স্থায়ীকরণ হয়নি। এমনকি ২০১৮ সালের কমিউনিটি ক্লিনিক হেলথ অ্যাসিস্ট্যান্ট ট্রাস্ট আইন অনুযায়ী ২৪(ঙ) ধারা অনুসারে প্রভাষকদের, সহকারীদের, কর্মকর্তা-কর্মচারীদের ট্রাস্ট কাঠামোতে অন্তর্ভুক্ত করার বাধ্যবাধকতা থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি। তাদের অভিযোগ, স্বাস্থ্য খাতে নিরবচ্ছিন্নভাবে কাজ করেও তারা অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছেন। কিন্তু এসব সমস্যা নিয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েও কোনো ফল পাননি সিএইচসিপি কর্মীরা।
এসআইবি/এমআই