Logo

রাজধানী

চাঁদাবাজি করতে গিয়ে ‘কিলার শরীফ’ গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৮:৩০

চাঁদাবাজি করতে গিয়ে ‘কিলার শরীফ’ গ্রেপ্তার

রাজধানীর আদাবর এলাকায় চাঁদাবাজির সময় সেনাবাহিনীর অভিযানে শরীফ ওরফে ‘কিলার শরীফ’ নামে এক চিহ্নিত চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) রাতে চাঁদাবাজি করার সময়ে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদাবর থানা সূত্র জানায়, শরীফ এর আগেও হত্যা ও চাঁদাবাজির মামলায় ১৩ বছর কারাদণ্ড ভোগ করেছেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর ফের চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে রাস্তার ভ্যান ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাঁদা আদায়ের একাধিক অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, রোববার রাতে আদাবর রিং রোড এলাকায় এক সেলুন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেন কিলার শরীফ। নিজেকে কথিত গডফাদার ‘নবী ভাইয়ের’ লোক পরিচয় দিয়ে সেলুন মালিককে ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেন এবং চাঁদা দাবি করেন।  

তাৎক্ষণিকভাবে সেলুন মালিক সেনাবাহিনীকে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে শের-ই-বাংলা আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চাঁদার টাকাসহ শরীফকে হাতেনাতে গ্রেপ্তার করে। শরীফের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আদাবর থানা পুলিশ।

এনএমএম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর