Logo

রাজধানী

শিক্ষার্থী আহত হওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল ঢাকা ও সিটি কলেজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১২:৩৬

শিক্ষার্থী আহত হওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল ঢাকা ও সিটি কলেজ

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা কলেজের একদল শিক্ষার্থী ধানমন্ডি ২ নম্বর সড়কের পাশে সিটি কলেজের সামনে এসে জড়ো হন। হঠাৎ করেই ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। 

পাল্টা প্রতিক্রিয়ায় সিটি কলেজের ভেতর থেকেও কিছু শিক্ষার্থী ইট ছুড়তে থাকেন। দুই পক্ষের এই পাল্টাপাল্টি হামলায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিটি কলেজের সামনে অবস্থান নেয়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সরিয়ে দেয়। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে এখনো কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকার পরিবেশ এখনো থমথমে রয়েছে।

এফএটি/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর