Logo

রাজধানী

রাজধানীতে আ.লীগের তিন নেতা গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৫:৫৪

রাজধানীতে আ.লীগের তিন নেতা গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।  

গ্রেপ্তাররা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সদস্য সচিব আব্দুল মতিন, ৭১ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মোস্তাক ফকির ওরফে বাঘা ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দীন।

ডিবির বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মতিনকে এবং রাত ২টা ৪০ মিনিটে মোস্তাক ফকির ওরফে বাঘাকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের পৃথক টিম। এছাড়াও একই দিন রাত ১১টা ৪৫ মিনিটে চকবাজার এলাকায় অভিযান চালিয়ে আলাউদ্দীনকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

এর আগে, রোববার (২০ এপ্রিল) ৯ জনকে ও সোমবার (২১ এপ্রিল) ১০ জনকে ও আরও দুই ধাপে আওয়ামী লীগের ১৫ সদস্যকে গ্রেপ্তারের তথ্য জানায় ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

এনএমএম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর