Logo

রাজধানী

মিরপুরে ঝুটের গুদামে আগুন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৮:৩৭

মিরপুরে ঝুটের গুদামে আগুন

রাজধানীর মিরপুর ১১ নম্বর সি ব্লকে একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৬টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়।

আগুন লাগার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং এখন পুরোপুরি নেভানোর কাজ চলছে।

ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা মো. শাহজাহান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর