সোনারগাঁও হোটেল শ্রমিক ইউনিয়নের অভিষেক ও ঈদ পুনর্মিলনী

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১৯:৫৯

সোনারগাঁও হোটেল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে হোটেলের সর্বস্তরের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্রান্ড বলরুমে জমকালো অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও নৌ- পরিবহন মন্ত্রালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান নাসরীন জাহান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন, বিলসের নির্বাহী পরিচালক ও শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ এবং হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব মো. ইসরাত হোসেন খান।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে শ্রমিকদের প্রতি আন্তরিক মনোভাব প্রকাশ করায় অতিথিদের বিশেষ শুভেচ্ছা জানায় সোনারগাঁও হোটেল শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন।