
ছবি : বাংলাদেশের খবর
‘আগামীর ভোলার’ কর্মসূচি চলাকালে জসিম উদ্দিন নামের এক সমন্বয়ককে ঘিরে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের লাঠিচার্জে কর্মসূচিতে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।
রোববার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচির একপর্যায়ে জসিম উদ্দিনকে এক পক্ষের কয়েকজন পাশে নিয়ে গেলে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বেচ্ছাসেবক বলেন, ‘ভোলার একটি পক্ষ নিজেদের স্বার্থ হাসিলের জন্য জসিম ভাইকে আলাদা করে নেয়। এরপর হাতাহাতির ঘটনা ঘটে।’
প্রত্যক্ষদর্শী স্বেচ্ছাসেবক জয় জানান, তারা প্রথমে ঠিকমতো বুঝতে পারেননি কীভাবে ঘটনা ঘটল। পরে জানতে পারেন, জসিম উদ্দিনকে
সাইডে নেওয়া নিয়ে নিজেদের মধ্যে হাতাহাতি হয়।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি খারাপ হওয়ার আগেই ছত্রভঙ্গ করেন তারা। বিষয়টি অভ্যন্তরীণ কোন্দল বলেই মনে হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জেসি/এমআই