Logo

রাজধানী

মে দিবসে উদীচীর সাংস্কৃতিক আয়োজন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৪:৪২

মে দিবসে উদীচীর সাংস্কৃতিক আয়োজন

শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদার সংগ্রামকে সম্মান জানিয়ে আগামীকাল ১ মে মহান মে দিবসে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজন করেছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজধানীর সত্যেন সেন চত্বরে (জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে) সকাল ১১টায় এ অনুষ্ঠান শুরু হবে।

‘শ্রমিকের খুনে রাঙা হলো দেশ, বৈষম্যের তবু হয়নি শেষ’—এই প্রতিবাদী শ্লোগানকে সামনে রেখে উদীচীর শিল্পীবৃন্দ পরিবেশন করবেন গান, কবিতা ও নৃত্য। 

অনুষ্ঠানে অংশ নেবেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা দেশের শ্রমজীবী মানুষের ওপর চলমান বৈষম্য ও অধিকারহীনতার প্রসঙ্গে আলোচনা করবেন।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এক বিবৃতিতে বলেন, ‘মে দিবস শ্রমজীবী মানুষের রক্তে লেখা লড়াইয়ের দিন। এই দিন আমাদের মনে করিয়ে দেয়, শোষণমুক্ত সমাজ গড়ার সংগ্রাম এখনো শেষ হয়নি।’ 

তিনি এই আয়োজনে সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

উদীচীর এই আয়োজনকে ঘিরে সংস্কৃতি ও শ্রমজীবী আন্দোলনের কর্মীরা ইতোমধ্যে সক্রিয় হয়ে উঠেছেন। আয়োজকেরা আশা করছেন, অনুষ্ঠানটি শ্রমিকদের অধিকার নিয়ে সচেতনতা বাড়াতে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দেবে।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর