Logo

রাজধানী

উত্তরায় বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২৫, ১৯:৩০

উত্তরায় বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

বজ্রপাতের আঘাতে রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ছাড়াও এই ঘটনায় আরও চারজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) দুপুরের দিকে টঙ্গীর ইজতেমা মাঠে ক্রিকেট খেলে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

নিহতের নাম রাকিবুল হাসান খান রাফি। বয়স ২৩ বছর। তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) সিভিল ডিপার্টমেন্টের শিক্ষার্থী ছিলেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাফির ফুফাতো ভাই শ্রাবণ জানান, দুপুরের দিকে টঙ্গীর ইজতেমা মাঠে কয়েকজন মিলে ক্রিকেট খেলতে যায়।

বৃষ্টি শুরু হলে খেলা থামিয়ে ফেরার পথে তারা বজ্রপাতের শিকার হন। ঘটনাস্থলেই রাফির মৃত্যু হয়।

আহতদের উত্তরার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর