Logo

রাজধানী

‘বালাকোট থেকে শাপলা’ শীর্ষক গোলটেবিল বৈঠক সোমবার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২৫, ২১:৪১

‘বালাকোট থেকে শাপলা’ শীর্ষক গোলটেবিল বৈঠক সোমবার

সোমবার (৫ মে) বিকেল ৪টায় রাজধানীর পুরানা পল্টনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বালাকোট থেকে শাপলা’ শীর্ষক এক বিশেষ গোলটেবিল বৈঠক। চেতনায় বালাকোট-শাপলা’র উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনটির আহ্বায়ক ও ‘সবার খবর’ সম্পাদক আবদুল গাফফার।

বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, কলরবের প্রধান পরিচালক জনাব রশিদ আহমদ ফেরদৌস, ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ ও সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান, জাতীয় ইসলামী পরিষদের চেয়ারম্যান মুফতি মুহাম্মদ জুনায়েদ বিন গুলজার।

এ ছাড়াও জাতীয় উলামা কাউন্সিলের চেয়ারম্যান ও কওমি মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা আতাউর রহমান আতিকী, লেখক ও সংগঠক মাওলানা রুহুল আমীন সাদী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, ইনসাফ সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের ভারপ্রাপ্ত মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, হেফাজতে ইসলাম পল্টন জোনের সেক্রেটারি আলহাজ্ব মুফতি ইমরানুল বারী সিরাজী এবং নায়েবে আমির হাকীম মোহাম্মদ আজহারুল ইসলাম নোমানী উপস্থিত থাকবেন।

আরও উপস্থিত থাকবেন বিশিষ্ট দায়ী আব্দুল হামিদ, পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমির ড. শহীদুল ইসলাম ফারুকী, এনসিপির সংগঠক মাওলানা সানাউল্লাহ খান, জাতীয় লেখক পরিষদের সেক্রেটারি হাফেজ মাওলানা মাঈনুদ্দীন ওয়াদুদ, আল কমার ব্লাড ব্যাংকের চেয়ারম্যান মাওলানা ইউসুফ হোসাইন, ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি বিএম আমির জিহাদী এবং খেলাফত শ্রমিক মজলিসের অর্থ সম্পাদক মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

গোলটেবিল বৈঠকে জাতীয় চেতনা, শহীদদের আত্মত্যাগ ও ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর