Logo

রাজধানী

রাজধানীর ক্যাপিটাল সিরাজ শপিং মলে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৯:২৬

রাজধানীর ক্যাপিটাল সিরাজ শপিং মলে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ছবি : বাংলাদেশের খবর

রাজধানীর শান্তিনগরের সিরাজ টাওয়ার নামে দশতলা একটি ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

সোমবার (৫ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান সিকদার। 

তিনি বলেন, ‘ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আমাদের কাছে তথ্য আসে শান্তিনগরের ক্যাপিটাল সিরাজ সেন্টারের নিচতলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’

এনএমএম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর