Logo

রাজধানী

আ.লীগের উপ-কমিটির সদস্য সাগর গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৫, ১৫:৫৮

আ.লীগের উপ-কমিটির সদস্য সাগর গ্রেপ্তার

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আনোয়ার পারভেজ সাগর। ছবি : সংগৃহীত

জুলাই-আগস্টের আন্দোলন চলাকালে ছাত্র হত্যাচেষ্টার মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আনোয়ার পারভেজ সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর গেন্ডারিয়ার শাহ সাহেব লেনের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মিরপুর থানা পুলিশ।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রেমন বলেন, সাগর সাম্প্রতিক সময়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন চোরাগোপ্তা মিছিলে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি জুলাই-আগস্টের আন্দোলনের সময় দায়ের হওয়া ৭৫ নম্বর মামলার অন্যতম আসামি।

ওসি আরও জানান, আনোয়ার পারভেজ সাগর ছাত্রলীগ ও যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনে রাজনীতি করেছেন এবং ঝিনাইদহ-৪ আসন থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছিলেন। রাজনৈতিক পরিমণ্ডলে একসময় ‘শ্যুটার সাগর’ নামে পরিচিত ছিলেন তিনি।

গেন্ডারিয়া এলাকায় তিনি প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন এবং একাধিক কিশোর গ্যাং পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওসি জানান, স্বর্ণ চোরাচালানসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগও সাগরের বিরুদ্ধে রয়েছে। তিনি আরও জানান, স্বৈরাচার আমলে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ঘনিষ্ঠ হিসেবে কাজ করতেন সাগর।

গ্রেপ্তার সাগরের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

  • এইচকে/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর