Logo

রাজধানী

পল্টনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের সংঘর্ষ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৫, ১৬:৩২

পল্টনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের সংঘর্ষ

ছবি : বাংলাদেশের খবর

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর পল্টনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে গণ অধিকার পরিষদ। সোয়া ২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে গুলিস্তানের জিপিও মোড়ের দিকে যাত্রা শুরু করলে পুলিশের বাধার মুখে পড়েন তারা।

শুক্রবার (৯ মে) দুপুরে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা পল্টনে জড়ো হয়। পুলিশের বাধা উপেক্ষা করে সামনের দিকে এগোতে গেলে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।

পরে মিছিলটি জিপিও মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাংকি এলাকা হয়ে পুনরায় পল্টন মোড়ে এসে অবস্থান নেয় এবং চারদিকের সড়ক বন্ধ করে দেয়। এসময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।

বক্তব্য পর্বে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে, ততদিন আমাদের লাগাতার কর্মসূচি চলবে।’


তিনি আরও বলেন, ‘ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে যারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন, তারা জনগণের প্রকৃত প্রতিনিধি নন।’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কয়েকজন রাজনৈতিক নেতার সমালোচনা করে নুর বলেন, ‘ওদের ডাকে গণ অধিকার পরিষদ কোনো কর্মসূচিতে অংশ নেবে না।’

পুলিশের হামলার প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা হামলার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে, উর্ধতন কর্মকর্তাদের পালানোর সুযোগও থাকবে না।’

এমএএস/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর