Logo

রাজধানী

আবারও ব্লকেড শাহবাগ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৫, ১১:০৫

আবারও ব্লকেড শাহবাগ

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা, জুলাই সনদের বাস্তবায়ন এবং আহতদের উন্নত চিকিৎসার দাবিতে ফের রাজধানীর শাহবাগ ব্লকেড করেছে জুলাই গণঅভ্যুত্থানের আহতরা।

রোববার (১১ মে) সকাল থেকেই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে তারা।

আন্দোলনকারীরা জানান, তারা কোনো রাজনৈতিক দলের ব্যানারে মাঠে নামলেও ‘জুলাই সনদ’কে হারিয়ে যেতে দিতে চান না। তাদের বক্তব্য, ‘আমাদের জীবন থাকতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর পুনর্বাসন মেনে নেওয়া হবে না।’

আওয়ামী লীগকে ‘ভারতের রাজাকার’ আখ্যা দিয়ে তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধের নামে নাটক নয়, আইন প্রয়োগ করে দলটিকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। 

আওয়ামী লীগ নিষিদ্ধের চূড়ান্ত ঘোষণা ছাড়া রাজপথ ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন তারা। একইসঙ্গে তারা দাবি তুলেছেন, অবিলম্বে রাজপথ থেকেই ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে।

এ ছাড়া আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা চেয়েছেন আন্দোলনকারীরা। তারা বলেন, শুধু জরুরি চিকিৎসা নয়, আজীবনের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।

  • এনএমএম/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর