ঢাবি ও সোহরাওয়ার্দী উদ্যানের ‘সম্পর্ক’র মাঝে দেয়াল

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৫ মে ২০২৫, ২০:৪০
-6825fcd22838f.jpg)
ঢাবির টিএসসি সংলগ্ন অংশ থেকে সোহরাওয়ার্দী উদ্যানকে আলাদা করতে উদ্যানগেটের সামনে দেয়াল নির্মাণের কাজ শুরু হয়েছে। ছবি : বাংলাদেশের খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন অংশ থেকে সোহরাওয়ার্দী উদ্যানকে আলাদা করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উদ্যান গেটের সামনে দেয়াল নির্মাণের কাজ শুরু হয়। দ্রুতগতিতে এই কাজ শেষ করার নির্দেশনা থাকায় নির্মাণকর্মীরা ব্যস্ত সময় পার করছেন।
নির্দেশ পাওয়ার পরপরই দেয়াল নির্মাণের কাজ শুরু হয়েছে বলে জানান ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যেই কাজ শেষ করার টার্গেট রয়েছে।
ঢাবির শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের পর নিরাপত্তা ইস্যুকে গুরুত্ব দিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই দেয়াল নির্মাণের সিদ্ধান্ত গতকাল বুধবার (১৪ মে) এক সংবাদ সম্মেলনে জানান ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
তবে এ দেয়াল শুধু ভৌগোলিক সীমারেখেই টানবে না, বরং টিএসসি ও উদ্যানের দীর্ঘদিনের খোলামেলা যোগাযোগেও বদল আনবে নিশ্চিতভাবেই। অনেকের মতে, ‘নিরাপত্তার যুক্তিতে নেওয়া প্রশাসনিক সিদ্ধান্ত’ হলেও এ ঘটনায় সামাজিক ও সাংস্কৃতিক প্রভাবও পড়বে।
দেয়াল নির্মাণের মধ্য দিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় এলাকায় স্পষ্ট বিভাজন তৈরি হতে যাচ্ছে— যা আগে কখনও ছিল না।
এফএটি/এমএইচএস