Logo

রাজধানী

মতিঝিলে তিনতলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৯:৩০

মতিঝিলে তিনতলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মতিঝিলে তিনতলা একটি ভবনের তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৭ মে) সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগা ভবনটি শাহজালাল ইসলামী ব্যাংকের পাশেই অবস্থিত।

এর আগে সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ৬টা ২৮ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

ফায়ার সার্ভিস জানায়, সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আসা চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোনো হতাহতের খবরও মেলেনি।

এনএমএম/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর