মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৫

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৩:৫৪

মোহাম্মদপুর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করে /ছবি : বাংলাদেশের খবর
অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে ১৫ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- আকাশ (২৩), কাশেম (২৫), রাব্বি (২২), সজিব (২৬), মাহাবুল (২২), সিয়াম (১৯), শাহরিয়া (২০), শাহাদাত (১৯), আলম (২২), তুহিন (২০), আকাশ (১৮), সুজন (১৯), এমদাদুল (২৭), সাব্বির (১৯) ও ফরহাদ (১৯)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শনিবার মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে পেশাদার মাদক কারবারি, ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের আজ রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।
এনএমএম/ওএফ