
রাজধানীর মিরপুর ১৩ নম্বর সেকশনের শ্যামল পল্লী বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
রোববার (১৮ মে) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট রাত ৮টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরে একে একে সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৯টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের সাতটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুন লাগার কারণ জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
আগুনে বস্তির ঘরবাড়ি ও সম্পদের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্তের পর নিশ্চিত করা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
এনএমএম/এমবি