ইশরাকপন্থিদের গুলিস্তান অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে নগরবাসী

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১২:৪৬
-682ad3d610eab.jpg)
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গুলিস্তান ব্লকেড (অবরোধ) কর্মসূচি পালন করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ইশরাকপন্থিরা।
সোমবার (১৯ মে) বেলা ১১টা থেকে রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মাজারের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।
রাস্তা অবরোধের কারণে সদরঘাটমুখী রাস্তার যান চলাচল বন্ধ হয়ে গেছে। কোনো দিক থেকেই যানবাহন চলাচল করতে পারছে না। তা ছাড়া বাংলামোটর, সচিবালয়, মেয়র হানিফ ফ্লাইওভারের চারপাশের সকল সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
এতে ভোগান্তিতে পড়েছেন গুলিস্তান হয়ে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করা মানুষ। দীর্ঘক্ষণ যানজটে আটকে থেকে অনেকে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হয়েছেন।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে পঞ্চম দিনের মতো নগর ভবন অবরুদ্ধ করে রেখেছেন ইশরাকপন্থিরা।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন।
গত ২৭ মার্চ আদালত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করা হয়। এরপর, গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। ২৭ এপ্রিল আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এসআইবি/বিএইচ