নগর ভবন অবরুদ্ধের ৫ম দিন, ক্ষোভ নিয়ে ফিরে যাচ্ছেন সেবাপ্রত্যাশীরা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৪:১৮
-682ae94b5331d.jpg)
নিজেদের নেতাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে পঞ্চম দিনের মতো নগর ভবন অবরুদ্ধ করে আন্দোলন করছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনপন্থিরা। এতে নগর ভবনে সেবা নিতে আসা মানুষকে সেবা না পেয়ে ক্ষোভ নিয়ে ফিরে যেতে দেখা যায়।
সোমবার (১৯ মে) নগর ভবনে বিভিন্ন সেবা নিতে আসা বেশ কয়েকজনকে ফিরে যেতে দেখা গেছে। নগর ভবনের সামনে প্রধান ফটকে কথা হয় সেবাপ্রার্থী আফজাল হোসেনের সঙ্গে। তিনি বলেন, আমি মীরহাজীরবাগ থেকে এসেছি ছেলের জন্ম নিবন্ধন নেওয়ার জন্য। কিন্তু এসে শুনছি অফিস বন্ধ। আগে জানলে এত যানজট ঠেলে আসতাম না। এখন তো ঢাকায় দেখি প্রতিদিনই আন্দোলন হয়। আসলে সাধারণ মানুষকে জিম্মি করে এই সকল আন্দোলন করা ঠিক না। সরকারের উচিত এই বিষয়গুলোতে বিশেষ নজর দেওয়া।
খিলগাঁও থেকে ট্রেড লাইসেন্স সংক্রান্ত কাজের জন্য নগর ভবনে এসেছিলেন ব্যবসায়ী রায়হান আহমেদ। তিনি বলেন, আমার দোকানের জন্য কয়েকদিন ধরে ট্রেড লাইসেন্স নেওয়ার জন্য নগর ভবন এসে ফেরত যেতে হচ্ছে।
এদিকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গুলিস্তান ব্লকেড করে আন্দোলন করছে তার সমর্থকরা। এতে গুলিস্তানের চারপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। প্রতিবেনটি লেখা পর্যন্ত ইশরাকপন্থিদের ব্লকেড কর্মসূচি চলছে।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন।
গত ২৭ মার্চ আদালত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করা হয়। এরপর, গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। ২৭ এপ্রিল আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এসআইবি/বিএইচ