Logo

রাজধানী

ঢাকা অচলের হুঁশিয়ারি দিলেন ইশরাক সমর্থকরা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৫, ১৮:৪৪

ঢাকা অচলের হুঁশিয়ারি দিলেন ইশরাক সমর্থকরা

ছবি : বাংলাদেশের খবর

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুধবার (২০ মে) মধ্যে বুঝিয়ে না দিলে ঢাকা অচলের হুঁশিয়ারি দিয়েছেন ইশরাক সমর্থকরা। 

মঙ্গলবার (২০ মে) বিকেলে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন সাবেক সচিব মশিউর রহমান।

তিনি বলেন, বুধবার (২১ মে) মধ্যে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে ঢাকা অচল করে দেওয়া হবে। এছাড়া, আগামীকাল সকাল ১০টা থেকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এদিকে, আন্দোলনে একাত্মতা প্রকাশ করে সব ধরনের নাগরিক সেবা বন্ধের ঘোষণা দিয়েছেন সিটি করপোরেশনের পাঁচটি কর্মচারী ইউনিয়ন।

এদিন, সকাল ১০টা থেকে ষষ্ঠ দিনের মতো কর্মসূচি হিসেবে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান গেটের সামনে একটি অস্থায়ী মঞ্চ তৈরি সেখানে সোমবার (১৯ মে) এবং আজও চলছে গান বাজনা।

বুধবার (১৪ মে) থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচি এবং নগরভবনের গেটগুলোতে তালা ঝুলিয়ে দেওয়ার কারণে কার্যত অচল সেবা কার্যক্রম। এতে দুর্ভোগে পড়েছেন সেবা নিতে আসা লোকজন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ডিএসসিসির মেয়র নির্বাচনে বিএনপি নেতা ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস। গত ৫ আগস্টের পর চলতি বছরের ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন। পরে নির্বাচন কমিশন গত ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করলেও শপথ অনুষ্ঠান এখনও হয়নি।

এসআইবি/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর